Wednesday, July 6, 2011
ফ্রিল্যান্সারদের প্রথম পছন্দ - এস ই ও
বাংলাদেশ সহ সব দেশেই যারা সাধারণত ফ্রিল্যান্সইং বিষয়টিকে নিজেদের পেশা হিসাবে বেছে নিতে চাইছেন, তাদের কাছে এখন ফ্রিল্যান্সইং এর সবচেয়ে জনপ্রিয় বিভাগ হচ্ছে এস ই ও তথা সার্চইঙ্গিন অপ্তিমাইজেশন।এর অবশ্য অনেক কারন আছে, যেমন যাদের কম্পিউটারে দক্ষতা কম, কিন্তু ফ্রিল্যান্সইং পেশাতে আশ্তে চায়, তারা সাধরনত ডাটা এন্ট্রিকেই তাদের প্রথম পছন্দ হিসাবে বেছে নেন।কারন অনেকেই মনে করেন পেশায় শুধু নাম ঠিকানা এন্ট্রি করলেই বুঝি হয়, কিন্তু বাস্তবে ডাটা এন্ট্রির কাজ গুলো সেভাবে আসেনা এখন ডাটা এন্ট্রির কাজ বলতে বুঝায় কাপচা এন্ট্রি, ডকুমেন্ট কনভার্সন ক্লাসিফাই অ্যাডলিস্ট এন্ট্রি, ওয়েবরিচারজ, সাইনআপ এন্ট্রি, ইয়াহু আনসার, পোস্ট ডাটা এন্ট্রি, ব্লগ কিংবা ই-কমার্স ইত্যাদি।অতএব ডাটা এন্ট্রির কাজ যত সহজ মনে হয় প্রকৃত পক্ষে তত সহজ নয়, ডাটা এন্ট্রির কাজ করতে আমাদের যে মেধা ও শ্রমের দরকার সেই মেধা ও শ্রমের বিনিময়ে আমরা খুব সহজেই এস ই ওর কাজ করতে পারি ।
এস ই ও বা সার্চইঙ্গিন অপটিমাইজেশন কি ?
সোজা কথায় বলতে গেলে সার্চইঙ্গিন অপটিমাইজেশন হচ্ছে কোন একটি ওয়েবপেজকে বিভিন্ন সার্চইঙ্গিন এর কাছে গুরুত্বপূর্ণ করে উপস্থাপন করা, যাতে কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর কেউ সার্চ করলে অন্য ওয়েবসাইটকে পিছনে ফেলে সবার আগে “উত্তর সাইটটি” প্রদর্শিত হতে পারে, কোন সার্চ ইঙ্গিনে আমরা যখন একটি শব্দ দিয়ে সার্চ করি তখন সাধারনত ১০ টির মত ফলাফল প্রদর্শিত হয়, এই ফলাফলের মধ্যে যদি কোন ভিজিটর তার কাঙ্ঘিত ফলাফল না পান তাহলে দ্বিতীয় পাতায় না গিয়ে শব্দ পরিবর্তন করে আবার অন্যভাবে অনুসন্ধানের চেস্টা করা উচিত, তাই স্বভাবতই বলা চলে কোন একটি ওয়েবসাইট এক বা একাধিক শব্দের বিপরীতে যদি শীর্ষ ১০ ফলাফলের ভিতর থাকে তাহলে তার ভিজিটরের সংখ্যা যেমন বারবে তেমনি বাড়বে তার আয়ের সংখ্যাও।
এস ই ও কত ধরনের-
এস ই ও দুই ধরনের, যথা অন পেইজ এস ই ও, অফ পেইজ এস ই ও, এগুলোকে আবার বিভিন্ন উপভাগে ভাগ করা যায়,
একটি ওয়েবসাইটের ভিতরে অন এবং অফ পেজ এস ই ওর মধ্যে পরিসংখ্যান তুলনা করলে দেখা যায় শতকরা ৭৫% অন পেইজ সংশ্লিষ্ট, আর শতকরা ২৫% অফ পেইজ সংশ্লিষ্ট তবে ফ্রিল্যান্সইংএ যারা কাজ করে তাদের কাজের ৮০%কাজই অফ পেইজ সংশ্লিষ্ট,
অন পেইজ
ডব্লি উ থ্রি কম্পলায়েন্স - W3 অর্থ হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসরটেনিয়াম, এটি একটি আন্তর্জাতিক কমিউনিটি, যেখানে বিভিন্ন পেশা ও সংস্থার লোকজন একসাথে মিলিত হয়ে কাজ করে,
এস ই ও সম্পর্কে আস্তে আস্তে আরও জানবো ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment